Saturday, December 13, 2025
Homeদেশগ্রামনরসিংদীতে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল গুলিভর্তি একটি বাক্স

নরসিংদীতে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেল গুলিভর্তি একটি বাক্স

নরসিংদীর বেলাব উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে গুলিভর্তি একটি বাক্স পাওয়া গেছে। ওই বাক্সে থ্রি নট থ্রি রাইফেলে ব্যবহৃত তিন হাজার ৪৬০টি গুলি রয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চরউজিলাব গ্রামের মুক্তিযুদ্ধের সংগঠক ও কৃষক নেতা প্রয়াত আবদুল হাইয়ের বাড়ির আঙিনায় ওই বাক্সটি পান মাটিকাটার শ্রমিকরা।

প্রতক্ষদর্শীরা জানান, মঙ্গলবার কৃষক নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আবদুল হাইয়ের বাড়ির আঙিনায় মাটিকাটার কাজ করছিলেন শ্রমিকরা। সন্ধ্যা দিকে কোদালের কোপে শক্ত কিছুর অস্তিত্ব টের পান এক শ্রমিক।

পরে সবাই মিলে মাটি খুঁড়ে একটি বাক্স পান। এ সময় বাড়িটির কর্তা ও মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের ছেলে বায়েজিদ হোসেনকে বাক্সের কথা জানানো হয়। পরে সেটি খুলে ভেতরে থ্রি নট থ্রি রাইফেল ব্যবহৃত তিন হাজার ৪৬০টি গুলি পাওয়া যায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে বেলাব থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে আরও খোঁজাখুঁজি করে। বায়েজিদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন আমার বাবা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে জেলও খেটেছিলেন। ১৯৭১ সালে আমাদের বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল। এখানে স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। তবে বাড়ির আঙিনায় লুকিয়ে রাখা গুলিভর্তি বাক্সের খবর কেউ জানে না। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় স্থানীয় মুক্তিযোদ্ধারা শত্রুর বিরুদ্ধে লড়তে এগুলো সেখানে মজুদ রেখেছিলেন।

বেলাব থানার ওসি সাফায়েত হোসেন জানান, বহুদিন ধরে মাটিচাপা অবস্থায় থাকায় মরিচা পড়ে গুলিগুলো পরিত্যক্ত হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য