Monday, August 11, 2025
Homeঅপরাধনওগাঁর ধামইরহাট থানার লকার থেকে প্রশ্নপত্র ফাঁস, ওসি-এসআইসহ ৬ পুলিশ প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানার লকার থেকে প্রশ্নপত্র ফাঁস, ওসি-এসআইসহ ৬ পুলিশ প্রত্যাহার

নওগাঁর জেলার ধামইরহাট থানায় সুরক্ষিত লকার থেকে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেকসহ ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। প্রাথমিকভাবে এসআই জাকিরুল ইসলাম ও কনস্টেবল ইকবালকে প্রত্যাহার করা হয়। পরে ওসিসহ আরও চার কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। সবমিলিয়ে মোট ছয় পুলিশ সদস্যকে শাস্তিমূলকভাবে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার রাতের কোনো এক সময়। থানা ভবনের নির্ধারিত লকার কক্ষে রাখা উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি সিলগালা ট্রাঙ্কের তালা ভেঙে ফেলা হয়। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসে। দেখা যায়, ট্রাঙ্কের তালা ভাঙা এবং ভেতরে ইসলামের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ছেঁড়া অবস্থায় ছড়িয়ে রয়েছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

পুলিশ সুপার জানান, একটি হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মো. সাগর হোসেন (৩০) ওই রাতে থানার নারী সেলে হাতকড়া পরা অবস্থায় ছিলেন। তিনি কোনোভাবে লকার রুমে প্রবেশ করে ট্রাঙ্ক খুলে ফেলেন, একটি প্রশ্নপত্র সেট বের করেন, কিছু অংশ ছিঁড়ে ফেলেন এবং বাকিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে দেন। ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের পেছনে কারো গাফিলতি থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য