এক কিশোরীর ধর্ষণ মামলার মেডিকেল রিপোর্টের তথ্যে অসংগতি থাকায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন হককে তলব করেছেন হাইকোর্ট। ৫ এপ্রিল তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
ধর্ষণ মামলার আসামি সুমন মিয়ার জামিন শুনানিকালে মেডিকেল রিপোর্টে অসংগতি থাকার বিষয়টি নজরে পড়ে। এ জন্য ব্যাখ্যা চেয়ে ডা. শারমিন হককে তলব করেন হাইকোর্ট। আদালতে আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আলী আহসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।