টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ধনবাড়ীতে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার সন্ত্রাসীরা কুপিয়ে একজন কে আহত করেছে এক মাটি ব্যবসায়ী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের নরিল্যা বন্ধ বেতাল এলাকায় গত শনিবার(৮ মার্চ) সন্ধ্যায় তারাবির নামাজের সময় নরিল্যা বাজারে।
আহত মাটি ব্যবসায়ী শফিকুল ইসলাম তমাল জানান, আমাদের বাড়ীর সামনের রাস্তার পাশের আমাদের জমিতে রোপিত ইউক্লিপটাস গাছ কাটার সময় স্থানীয় বিএনপি’র নেতা কামাল হোসেন তালুকদার মিন্টু’র নেতৃত্বে তার সন্ত্রাসী শিপন তালুকদার, লিমন তালুকদার,বর্ষণ,আল-আমিন, বাদশা,পাপন, বেলাল খাঁ, সুলতান, বাহাদুর গংরা চাঁদা দাবী করেছিলো। চাঁদা না দেওয়ার কারণে আমি আমার ব্যবসার কাজ থেকে বাড়ী ফেরার পথে নরিল্যা বাজারে একা পেয়ে ওই সন্ত্রাসী বাহিনীরা অর্তকিত হামলা করে দেশীয় অস্ত্র রাম দা, চাইনিজ কুড়ালসহ বাশের লাঠি দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে আমাকে হত্যার উদ্দ্যেশে মারপিট করে। আমি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। এঘটনায় আমি বর্তমান অর্ন্তবর্তী সরকার সহ বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ প্রশানের কাছে আসামীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি।
আহত তমালের বাবা আ: রহিম ভূইয়া বাদশা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, আমি আমার জমির গাছ কাটতেছি সেখানে স্থানীয় বিএনপি’র নেতা মিন্টু তালুকদারের নেতৃত্বে তার সন্ত্রাসীরা চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ার কারণে আমার ছেলেকে রাস্তায় একা পেয়ে হত্যার উদ্দ্যেশে কুপিয়েছে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকা পঙ্গু হাসপাতালে। এঘটনায় আমি বাংলাদেশ সরকারের কাছে দ্রুত সঠিক বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবী করছি।
আহত তমালের চাচা শাজাহান আলী ভূইয়া ও এলাকাবাসী বেলাল হোসেন, জামাল উদ্দিন তালুকদার সহ আরো অনেকে এঘটনায় বিচার দাবী করে জানান, গাছ কাটায় চাঁদা না দেয়া কে কেন্দ্র করে এঘটন ঘটনা ঘটেছে। শুধু তাই নয় রবিবার নরিল্যার গরু হাটে ইজারা তোলার সময় আমাদের আনোয়ার হোসেন ও সাইদুর রহমান ননী নামের দুই জনের কাছ থেকে ইজারা তোলার পর নগত ২৫ হাজার টাকা মিন্টুর বাহিনী আল-আমিন ইয়াছিন, বারেক গংরা প্রকাশ্য জোরপূর্বক চাঁদা নিয়েছে। এলাকায় শান্তি রক্ষায় দ্রæত প্রশাসনের ব্যবস্থা নেয়ার দরকার। হয়ত পরবর্তী যে কোন সময়ে এলাকায় রক্তক্ষয়ী সংর্ঘষের আশংকা করছি আমরা এলাকাবাসী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের পরিবার। এব্যাপারে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান জানান, রাস্তার পাশে গাছ কাটার ঘটনায় আমি ঘটনাস্থল রবিবার পরিদর্শন করেছি। সার্ভেয়ার কে রাস্তাটি পরিমাপ করার নির্দেশ দেয়া হয়েছে। এঘটনায় ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল গাছ কাটার ঘটনায় এলাকায় পুলিশ পাঠানো হয়েছিলো। উক্ত ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।