
লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশকে উন্নত জাতীতে পরিনত করতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। মানসম্মত শিক্ষার জন্য সকল ধরনের পদক্ষেপ শিক্ষকদেরকে নিতে হবে।গত বছর মহামারী করোনা কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর খুললেও আবার করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে। বিনা মূল্যে করোনার টিকা দিয়েছে। করোনা কালীন সময়ে সরকারের দেয়া সকল নির্দেশনা সকলকে মেনে চলতে হবে। অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে।
শনিবার দুপুরে লালমোহন হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর উন্নয়ন কাজ পরিদর্শন পরবর্তী কলেজ পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও শিক্ষক-কর্মচারীদের সাথে করোনাকালীন শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় দিকনির্দেশনামুলক আলোচনায় এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, শিক্ষকদের আন্তরিকতা ও স্বদিচ্ছা থাকলে গ্রামের শিক্ষার্থীরা ও ভালো রেজাল্ট করতে পারে। এসময় কলেজের অধ্যক্ষ মোঃ শাহাজাহান সহ কলেজের শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।