জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছে। উন্নয়নের এই অগ্রগতি অব্যাহত রাখতে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনা ছাড়া কোনো বিকল্প নেই। উন্নয়ন ও অগ্রগতির সরকার হচ্ছে আওয়ামী লীগের সরকার।
সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের উন্নয়নে এরই মধ্যে বড় বড় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন তিনি। এসব মেগা প্রকল্প বাস্তবায়ন শুধু শেখ হাসিনার দ্বারাই সম্ভব। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন এ দেশের কোনো মানুষ কষ্টে থাকবে না।
লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক প্রভাষক ইকবাল হোসাইন জুলহাস, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীবপ্রমুখ উপস্থিত ছিলেন।
















