Tuesday, August 12, 2025
Homeবাণিজ্যদাম কমল স্বর্ণের

দাম কমল স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম কমে দাঁড়াবে ৮৩ হাজার ২৮১ টাকা। যা এতদিন ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকা।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারাদেশে নতুন এই দাম কার্যকর হবে।

দাম কমে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৮৩ হাজার ২৮০ টাকায়। ২১ ক্যারেট বিক্রি হবে ৭৯ হাজার ৪৯০ টাকায়।

আর ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৮ হাজার ১১৭ টাকায়। এর আগে, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছিল ৮৪ হাজার ৫৬৪ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮০ হাজার ৭১৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ১৬৮ টাকায় বিক্রি হয়েছে।
সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৭ হাজার ৩৮৭ টাকা। এখন তা কমে বিক্রি হবে ৫৬ হাজার ৪৫৪ টাকায়। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য