Thursday, August 7, 2025
Homeখেলাধুলাতৃতীয় দিন শেষে সিডনি টেস্টে কোণঠাসা ভারত

তৃতীয় দিন শেষে সিডনি টেস্টে কোণঠাসা ভারত

সিডনি টেস্টে তৃতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০৩ রান তুলে সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৯৪ রানে এগিয়ে থাকা ব্যাগি গ্রিনরা তৃতীয়দিনের শেষে ভারতের থেকে এগিয়ে ১৯৭ রানে।

২৪৪ রানে ভারতের প্রথম ইনিংস শেষ হতেই তৃতীয়দিন চা-পানের বিরতিতে যায় দুই দল। প্রথম ইনিংসে অর্ধশতরানের পর অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংস লম্বা হল না পুকোভস্কির। ষষ্ঠ ওভারে মোহম্মদ সিরাজের বলে উইকেটের পিছনে পরিবর্ত ঋদ্ধির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২২ বছরের এই ওপেনার। দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না ডেভিড ওয়ার্নার। ১৩ রানে অশ্বিনের ডেলিভারিতে এলবি ডব্লু হয়ে ফিরলেন তিনি। এরপর দিনের বাকি ২০টা ওভার দুই অজি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানে এবং স্টিভ স্মিথের দখলে।

প্রথম ইনিংসে এই দুই ব্যাটসম্যানের ১০০ রানের পার্টনারশিপে জাঁকিয়ে বসেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও তৃতীয় দিনের শেষে এই দুই ব্যাটসম্যান অবিভক্ত ৬৮ রানের পার্টনারশিপ গড়ে ভারতের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে গেলেন। ৬৯ বল হেলে দিনের শেষে ৪৭ রানে অপরাজিত ল্যাবুশানে। সঙ্গী প্রথম ইনিংসের শতরানকারী স্টিভ স্মিথ ৬৩ বল খেলে অপরাজিত ২৯ রানে। টিন ইন্ডিয়াকে ম্যাচে ফিরতে হলে চতুর্থ মর্নিং সেশনে দ্রুত বিপক্ষের কয়েকটি উইকেট তুলে নেওয়া ছাড়া গতি নেই। কারণ প্রায় ২০০ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়াই যে চলতি টেস্টে এখন নিয়ন্ত্রকের ভূমিকায় সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এরইমধ্যে ঋষভ পন্তের কনুইয়ের চোট এবং রবীন্দ্র জাদেজের আঙুলের চোট উদ্বেগ বাড়িয়েছে শিবিরে। কেউই নামেননি ফিল্ডিং করতে। দু’জনেরই আঘাতের স্থানে স্ক্যান করা হয়েছে। সবমিলিয়ে মেলবোর্নে সমতা ফেরানোর পর সিডনিতে আবার কোণঠাসা ভারত। তবে তৃতীয়দিন মর্নিং সেশনে ২টি উইকেট খোয়াতে হলেও ভালো জায়গায় ছিল তারা। ৪ উইকেটে ১৮০ রান তুলে লড়াইয়ে ছিল টিম ইন্ডিয়া। কিন্তু দ্বিতীয় সেশনের শুরুতে পন্ত ৩৬ রানে ফিরতেই ধস নামে ব্যাটিং লাইনআপে। অর্ধশতরান পূর্ণ করে দ্রুত ফিরে যান পূজারা। জাদেজা ২৮ রানে অপরাজিত থাকলেও তাকে আর সেই অর্থে সঙ্গ দিতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ২৪৪ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য