Monday, August 11, 2025
Homeখেলাধুলাতামিমের এই ছবিটি যে কথা বলে

তামিমের এই ছবিটি যে কথা বলে

২২ নভেম্বর রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

পোস্টের পর পরই যথারীতি ভাইরাল হয় সেই ছবি। মাত্র এক ঘণ্টার মধ্যে ১ লাখ ৮৮ হাজার লাইক পড়ে। শেয়ার হয় ৫৮১ বার। এক ঘণ্টায়ই সাত হাজারের বেশি মন্তব্যে ভেসে যায় ছবিটি। সেসব মন্তব্যের সবই ইতিবাচক।

তামিমের পোস্ট করা ওই ছবিতে দেখা গেছে, তার ডান পা জড়িয়ে ধরে আছে ছেলে আরহাম। আর বাম পা একহাত দিয়ে ধরে রেখেছে মেয়ে আলিশবা।

ছবি দেখে যে কেউ এর আবেদন বুঝতে পারবে। ছবি যা বলছে, বাবা তামিম বাসার বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।  বাবার সঙ্গ ছাড়তে চাচ্ছে না দুই শিশু।  যেন তারা বলছে-‘প্লিজ বাবা, যেও না!’

তবে পেশাদারিত্বের কারণে তামিমকে ঘরের বাইরে যেতেই হবে। বাবা হয়েও সন্তানদের সেই অনুরোধ রাখা সম্ভব হয়নি তামিমের।

কেননা দরজায় কড়া নাড়ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আগামীকাল মিরপুর শেরেবাংলায় প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

সেই টুর্নামেন্টে অংশ নিতে বায়ো বাবল সুরক্ষায় আগভাগে শনিবারই হোটেলে উঠেছেন তামিম। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে। বায়ো বাবলভেদে বাইরে বেরোতে পারবেন না তিনি। অর্থাৎ মাঠ এবং হোটেল ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই খেলোয়াড়দের।

যে কারণ তামিমসহ পাঁচ দলের খেলোয়াড়দের কেউ টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।

এমনকি গ্যালারিতে বসেও ক্রিকেটারদের পরিবার-পরিজনদের খেলা দেখার সুযোগ নেই।

এতটা সময় বাবাকে ভার্চুয়ালে দেখেই কষ্ট লাঘব করতে হবে তামিমের দুই সন্তানের।

সে কথা মনে করেই আরহাম ও আলিশবা তাদের বাবার পা ধরে বসে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য