Friday, August 1, 2025
Homeআইন-আদালততরুণীকে ৫ দিন আটকে রেখে ধর্ষণ, মাথার চুল কেটে নির্যাতন

তরুণীকে ৫ দিন আটকে রেখে ধর্ষণ, মাথার চুল কেটে নির্যাতন

কুমিল্লা প্রতিনিধিঃ

তরুণীকে ৫ দিন আটকে রেখে ধর্ষণ, মাথার চুল কেটে নির্যাতন এর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার শোভারামপুর গ্রামে। এলাকার বাছির (১৯) নামে এক যুবক এক তরুণীকে ধর্ষণ করেছে এবং বর্বরভাবে নির্যাতন করেছে। এছাড়া ওই তরুণীকে মারধর করে মাথার চুল কেটে দিয়েছে বাছির এর মা শিল্পী বেগম, নানা লিয়াকত আলী ও বাছিরের লোকজন। গত শনিবার সন্ধ্যায় ওই তরুণীর পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এ ঘটনায় ওই তরুণী চারজনের নামে বুড়িচং থানায় একটি মামলা করেছেন। আহত ওই তরুণী বর্তমানে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

অভিযোগে জানা যায়, ১২ অক্টোবর সকালে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ির সামনে থেকে ইচ্ছার বিরুদ্ধে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যায় শোভারামপুর গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে বাছির। পরে একটি বাড়িতে পাঁচ দিন আটকে রেখে শনিবার ভোর পর্যন্ত ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে সে।

পরে বাছিরের গ্রামের বাড়িতে নিয়ে যায় ওই তরুণীকে। সেখানে বাছিরের মা এবং নানা তাকে মারধর ও নির্যাতনসহ ধারালো ব্লেড দিয়ে বাছিরের মা তার মাথার চুল কেটে ফেলে। এতে সহায়তা করে লিয়াকত আলী।

বুড়িচং থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসামিদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য