Wednesday, August 6, 2025
Homeশিক্ষা সংবাদঢাবির ভর্তি পরীক্ষা: এমসিকিউ ও লিখিত ৮০, এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর...

ঢাবির ভর্তি পরীক্ষা: এমসিকিউ ও লিখিত ৮০, এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মানববন্টনে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন মানবন্টনে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় লিখিত ও এমসিকিউ উভয় অংশের জন্য ৪০ নম্বর বরাদ্দ থাকবে। আর এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ২০ নম্বর নিয়ে মেধাক্রম তৈরি হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নিশ্চিত করেছেন।

এর আগে, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় বিগত বছরগুলো থেকে হয়ে আসা ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে নেওয়ার সুপারিশ করা হয়। সেসময় এসএসসি ও এইচএসসি’র ফলাফল উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর, এমসিকিউ এর ৭৫ থেকে ৩০ এবং লিখিত পরীক্ষার নম্বর ৫০ করার কথা বলা হয়েছিলো।

ভর্তিপরীক্ষা কমিটির বৈঠকে এসএসসি ও এইচএসসি’র ফলাফলের উপর ২০ নম্বর রাখার সুপারিশ গ্রহণ করা হলেও লিখিত ও এমসিকিউয়ের বিষয়টি সামান্য পরিবর্তন করে নির্ধারণ করা হলো।

এর আগে, আগামী শিক্ষাবর্ষ থেকে ঘ ও চ ইউনিটের পরীক্ষা বিলুপ্তির একটি আলোচনা শোনা গিয়েছিলো। সভায় এ দুটি ইউনিটের বিষয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জানান, চ-ইউনিটের পরীক্ষা একটি স্বতন্ত্র ইউনিটের পরীক্ষা হিসেবেই হবে। আর ঘ-ইউনিটের বিষয়ে বিস্তারিত আলোচনা ও কথা বলা হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য