Friday, November 14, 2025
Homeশিক্ষা সংবাদঢাবিতে সশরীরে সব বর্ষের ক্লাস-পরীক্ষা শুরু মঙ্গলবার

ঢাবিতে সশরীরে সব বর্ষের ক্লাস-পরীক্ষা শুরু মঙ্গলবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী মঙ্গলবার থেকে সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পুনরায় শুরু হবে।

এছাড়া, পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে। ওইদিন থেকে অফিসসমূহও যথারীতি খোলা থাকবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ২২ ফেব্রুয়ারি থেকে শুধু প্রথম বর্ষের শ্রেণি পাঠদান শুরুর কথা জানানো হয়েছিল।

সেদিন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছিলেন, প্রথমবর্ষের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে ২২ তারিখ থেকে তাদের সশরীরে ক্লাস শুরু হবে। বাকি বর্ষগুলোর সশরীরে ক্লাস ধীরে ধীরে পরিস্থিতি বুঝে চালু হবে। প্রকাশিত রুটিনের পরীক্ষা চলমান রয়েছে সেভাবেই চলতে থাকবে।

তবে করোনা পরিস্থিতি ক্রমেই উন্নতি হওয়ায় সিদ্ধান্ত পরিবর্তন করে সবার একসঙ্গেই শ্রেণি পাঠদান শুরু করল ঢাবি প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য