Monday, August 11, 2025
Homeবাংলাদেশঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২ সাংসদ শপথ নিয়েছেন

ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ২ সাংসদ শপথ নিয়েছেন

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১৪ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া আগা খান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম এবং হুইপ সামশুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে আগা খান মিন্টু এবং আবুল হাসেম খান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন। চলমান একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় এ দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের আসলামুল হক এমপির মৃত্যুতে ঢাকা-১৮ আসনটি শূন্য হয়েছিল। কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। খসরু এ আসন থেকে ১৯৯১ সালের পর থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য