Friday, May 9, 2025
Homeমিডিয়াঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত

ঢাকা সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে সভাপতি হিসেবে সদরুল হাসান এবং সম্পাদক হিসেবে বাংলাদেশ প্রতিদিনের শফিউল আলম দোলন নির্বাচিত হয়েছেন। রোববার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে একই জায়গায় সকাল ১১টায় সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান নির্বাচন কমিশনার মাসুমুর রহমান খলিলীর নেতৃত্বে নির্বাচন কমিশনার হিসেবে শফিক চৌধুরী, খুরশীদ আলম ও শরিফুল ইসলাম বিলু দায়িত্ব পালন করেন। সমিতির অন্য পদে নির্বাচিতরা হলেন- তারিফ রহমান (সহ-সভাপতি), সালাউদ্দিন বাবলু (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. নূরুল হুদা (কোষাধ্যক্ষ), আবদুস সেলিম (অভ্যন্তরীণ নিরীক্ষক) নির্বাচিত হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, রফিকুল ইসলাম, জহিরুল হক রানা, মাসুম বিল্লাহ, শহীদুল ইসলাম, গোলাম মোস্তফা ও এম এম জিয়াউর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য