Sunday, August 3, 2025
Homeঅপরাধঢাকায় যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা, কুমিল্লায় ২ আসামি গ্রেফতার

ঢাকায় যুবলীগ নেতাকে হত্যাচেষ্টা, কুমিল্লায় ২ আসামি গ্রেফতার

রাজধানীর  খিলগাঁও ফ্লাইওভারের নিচে যুবলীগ নেতা সাইফুল ইসলামকে হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার কুমিল্লার বড়ুরা থানার আমড়াতলি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতররা হলেন- মনিরুজ্জামান সুমন ও মো. ইমন।

শনিবার ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যে খিলগাঁও থানার ত্রিমোহনী থেকে দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ঢাকা দক্ষিণের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুলকে গত ১৫ মে সন্ধ্যায় খিলগাঁও ফ্লাইওভারের নিচে গুলি করা হয়েছিল। সেই ঘটনায় সাইফুলের স্ত্রী সবুজবাগ থানায় মামলা করেন।

এই মামলায় নয়জন আসামির মধ্যে মঞ্জুরুল হক কচি, রাসেল তালুকদার, উজ্জল তালুকদার ও মো. আমিরকে আগে গ্রেফতার করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য