কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান (র্যাব-১৫)। গতকাল সোমবার রাত ৯টার দিকে দমদমিয়া ব্রিজ এলাকায় থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়।
আটকরা হলো- মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা জকির গ্রুপের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব। র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, রাত ৯টার দিকে দমদমিয়া ব্রিজের নিচ দিয়ে পাহাড়ে ঢোকার সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে। আটকরা রোহিঙ্গা সন্ত্রাসী জকির গ্রুপের সদস্য।