Saturday, December 13, 2025
Homeদেশগ্রামটাঙ্গাই‌লে পিকআপ ও প্রাই‌ভেটকার সংঘ‌র্ষে নিহত ১ শিশুসহ আহত ৩

টাঙ্গাই‌লে পিকআপ ও প্রাই‌ভেটকার সংঘ‌র্ষে নিহত ১ শিশুসহ আহত ৩

শফিকুজ্জামান খান মোস্তফা ,টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে প্রাইভেটকার ও পিকআপভ‌্যা‌নের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে একজন নিহত হ‌য়ে‌ছে। এ‌তে শিশুসহ আহত হ‌য়ে‌ছে আ‌রো তিনজন। আহত‌দের ম‌ধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। 
শুক্রবার (১৪ এ‌প্রিল) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের উপ‌জেলার সরা‌তৈল এলাকায় এই ঘটনা ঘ‌টে। হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই ) ম‌শিউর রহমান জানান, পরিবারের সদস‌্যরা ঢাকা থে‌কে প্রাই‌ভেটকার‌ যো‌গেউত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল। এসময় প্রাই‌ভেটকার মহাসড়‌কের সরা‌তৈল এলাকায় পৌছা‌লে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি পিকআপভ‌্যা‌নের সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থ‌লে প্রাই‌ভে‌টকা‌রে থাকা অজ্ঞাত একজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এছাড়া শিশুসহ আ‌রো তিনজন আহত হ‌য়ে‌ছে।
তি‌নি আ‌রো জানান, আহত‌দের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ‌দের ম‌ধ্যে একজ‌নের অবস্থা আশঙ্কাজনক। নিহ‌তের প‌রিচয় সনা‌ক্তের জন‌্য চেষ্টা করা হ‌চ্ছে। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য