Thursday, October 23, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা ,টাঙ্গাইল 
টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচর নামক স্থানে সোমবার(১২ সেপ্টেম্বর) বিকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণহারিয়ে দুই আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভ বাড়িগ্রামের আশরাফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম(২২) ও ভূঞাপুর উপজেলার   নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের মজিদ মিয়ার ছেলে সবুজ মিয়া(২৫)।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম জানান, হতাহতরা তিন বন্ধু মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে  বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইলেটি  জোকারচর নামক স্থানে পৌঁছলে হঠাৎ  পিছলে মহাসড়কের উপর পড়ে যায়। এসময় একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলের দুইআরোহী নিহত হয়। এ ঘটনায় আহত অবস্থায় অপর একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য