Monday, October 13, 2025
Homeঅপরাধটাঙ্গাইল যৌনপল্লী থেকে যুবলীগ নেতা শাহ জনি গ্রেপ্তার

টাঙ্গাইল যৌনপল্লী থেকে যুবলীগ নেতা শাহ জনি গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ-জনিকে যৌনপল্লী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। শাহ-জনি টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুরপাড়ার মো. ইসরাফিলের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যৌনপল্লী থেকে শাহ জনিকে গ্রেপ্তার করা হয়। তার নামে হামলাসহ একাধিক মামলা রয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়নি।

২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এসময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে তিনি বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০–২০০ জনকেও আসামি করা হয়। ওই মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য