টাঙ্গাইল প্রতিনিধিঃ
আগামীকাল টাঙ্গাইল জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সাবির্ক প্রস্ততি বিষয়ে আজ টাঙ্গাইল প্রেসক্লাবে যুবলীগের নেতৃবৃন্দ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সভায় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগের নেতৃবৃন্দ জানান, আগামীকাল সকাল দশটায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যোনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ডক্টর ম্ঃে আব্দুর রাজ্জাক। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফসলে শামস্ পরশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনে আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সংসদ সদস্যবৃন্দসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।