Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইল প্রতিহিংসার শিকার হয়ে হেনস্ত ইউপি সদস্য

টাঙ্গাইল প্রতিহিংসার শিকার হয়ে হেনস্ত ইউপি সদস্য


টাঙ্গাইল প্রতিনিধিঃ
প্রতিহিংসার শিকার হয়ে হেনস্ত টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ইউপি সদস্য নুর আলম নুহু। তাকে ভুয়া মামলার ওয়ারেন্ট ইস্যু, জাল টাকার পার্সেল জালিয়াতি ঘটনায় জড়িয়ে সামাজিকভাবে হেনস্তা করার চেষ্টা করছে একটি মহল। রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নে সিরাজকান্দি বাজারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন ইউপি সদস্য নুহু।
সংবাদ সম্মেলনে তিনি জানান, তাকে হেয়প্রতিপন্য করার জন্য সম্প্রতি আটানব্বই হাজার জাল টাকার একটি পার্সেলে প্রেরকের জায়গায় তার নাম ব্যবহার করা হয় এবং তাকে ফাঁসানোর জন্য তার মোবাইল নম্বরে ৪১ সেকেন্ড ও ১৬ সেকেন্ড’র একটি কল করা হয়। সেই পার্সেলটিতে আশুলিয়ার পাপ্পু নামের এক ব্যক্তিকে প্রাপকের নাম ব্যবহার করা হয়। আশুলিয়া থেকে পাশের্লটি তোলার পর সিসিটিভির ফুটেজ দেখে দুই ব্যক্তিকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনী। ষড়যন্ত্রমুলকভাবে ওই মহলটি তার নাম পার্শেলে ব্যবহার করায় আইনশৃঙ্খলা বাহিনী শুধু মাত্র জিজ্ঞাবাদের জন্য তাকে ডাকলে ওই মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানা অপপ্রচার চালায়। ফেইসবুকের কমেন্টসকে কেন্দ্র করে কয়েকটি পত্রিকায় ’নুহু মেম্বার আটক’ নিয়েও সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ মিথ্যা, বানোয়ায়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তিনি আরো জানান, তার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে একটি মহল তার বিরুদ্ধে এ মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। ইতোপুর্বে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলার ভুয়া গ্রেপ্তারি প্ররোয়ানা তৈরী করেও তাকে হয়রানীর চেষ্টা করেছিল ওই মহলটি। পরে ওই গ্রেপ্তারী পরোয়ানা ভুয়া বলে প্রমানিত হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে নিকরাইল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক তালুকদার, জুড়ান মন্ডল, ইউপি সদস্য মো. লাভলু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হালিম ও সেলিম মৃধা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য