Wednesday, August 27, 2025
Homeআইন-আদালতটাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে কারাগারে প্রেরণ

টাঙ্গাইল জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে কারাগারে প্রেরণ

টাঙ্গাইল প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার মামলায় গ্রেপ্তারকৃত টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আমীর হামজাকে (৭৯) কারাগারে প্রেরণ করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ।

বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শহরের পার্ক বাজারের মাছের আড়ৎ থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আমীর হামজা টাঙ্গাইল পৌর শহরের বেপাড়ীপাড়া এলাকার মৃত আমজাত আলীর ছেলে।

ওসি তানভীর আহমেদ জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের ‘টাঙ্গাইল কিচেন’ নামের একটি রেস্তোরাঁর সামনে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয়েছিলো। এ ঘটনায় আব্দুর রশিদ নামের এক ব্যক্তি বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় মঙ্গলবার দুপুরে আমীর হামজাকে গ্রেপ্তার করা হয় এবং বুধবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য