Tuesday, August 5, 2025
Homeআইন-আদালতটাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
পুলিশ হত্যা, বিস্ফোরক ও নাশকতা মামলায় টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের বেপারীপাড়া এতিমখানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়ের করা মারামারি ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে। তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন বলেন, তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি টাঙ্গাইল সদর থানায় রয়েছেন।

এদিকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে গ্রেফতার করায় বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ক্ষোভ প্রকাশ করেন। তাকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, টাঙ্গাইলে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানায় ৬টি মামলায় ১৯৪ বিএনপি’র নেতাকর্মীর নাম উল্লেখ করে করা হয়। এই ছয়টি মামলায় অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত এ সব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৬৬ জন। তারা এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য