Tuesday, August 12, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শামসুল হকের৪৮ নতম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শামসুল হকের৪৮ নতম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শামসুল হকের ৪৮ নতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে কালিহাতি উপজেলার কদিমহামজানি কবরস্থানে শামসুল হকের কবরে পুস্পস্তবক অর্পন করা হয়। শামসুল হক ফাউন্ডেশন ও তার আত্মীয়স্বজনদের পক্ষ থেকে কবরে পুস্পস্তবক অর্পন ও  মোনাজাত করা হয়। এর আগে পাশের কদিমহামজানি মাদ্রাসা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।  এ সময় শামসুল হক ফাউন্ডেশনের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবুসহ স্থানীয় লোকজন বক্তব্য রাখেন। এদিকে সকালে শহরের প্রবেশদ্বারে শামসুল হক তোরণে বিভিন্ন স্তরির মানুষ পুষ্পস্তবক অর্পনওে মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শামসুল হক ১৯৬৫ সালে টাঙ্গাইলের কালিহাতী যোকারচর গ্রামে মারা যান।

প্রসঙ্গঃ ১৯৪৯ সালের ২৩ জুল আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারন সম্পাদক ছিলেন শামসুল হক।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য