Wednesday, August 6, 2025
Homeচাকুরী সংবাদটাঙ্গাইলে ১২০ টাকায় আবেদন করে পুলিশে চাকরি পেলেন ৫০ জন

টাঙ্গাইলে ১২০ টাকায় আবেদন করে পুলিশে চাকরি পেলেন ৫০ জন

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নে আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি মর্জিনা বেগম। তার মেয়ে সাবিহা আক্তার বিথির স্বপ্ন বড় হয়ে পুলিশে যোগদান করবে। সেই স্বপ্ন নিয়ে ১২০ টাকা দিয়ে আবেদন করেছিলেন পুলিশের রিক্রুট কনস্টেবলে। এরপর কয়েকটি ধাপ পার করে চূড়ান্ত তালিকায় উঠে আসে বিথি। সাবিহা আক্তার বিথি বলেন, অভাবের সংসার থেকে এ সময়ে চাকরি পেলাম মাত্র ১২০ টাকায়। যা স্বপ্ন মনে হচ্ছে। এখন অভাবী মাকে সাহায্য করতে পারব সংসারে।

বাবা অনেক আগে আমার মাকে ও আমাকে রেখে চলে গেছে। ১২০ টাকায় পুলিশে চাকরি পাওয়ায় বিথির দু’চোখে আনন্দ অশ্রু যেন থামছে না। স্বপ্ন দেখছেন দেশ গড়ার।

টাঙ্গাইলে ১২০ টাকায় আবেদন করে প্রাথমিকভাবে পুলিশের চাকরি নিশ্চিত হয়েছে ৫০ জনের। বুধবার রাতে টাঙ্গাইল পুলিশ লাইনের গ্রিলশেডে ফলাফল প্রকাশ করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় ৫০ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

ঘাটাইল উপজেলার ধলাপাড়া এলাকার কুসুমী সূত্রধরের মেয়ে রাখী সূত্রধর বলেন, পরিবারের পাশে দাঁড়াতে পারব এখন। দেশের সেবা করার জন্য একটি সুযোগ পেলাম। খুবই ভালো লাগছে চূড়ান্ত তালিকায় উঠে। ফয়সাল নামে একজন বলেন, বাবা কৃষক, কৃষক পরিবারের সন্তান হয়ে পুলিশে চাকরি পেয়ে খুবই ভালো লাগছে। দেশের সেবা করতে চাই নিজের জীবন বাজি রেখে।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, একদম স্বচ্ছভাবে এবার পুলিশে নিয়োগ হয়েছে। এবার কোনো কোটায় নিয়োগ হয়নি। সবাই বিনা কোটায় নিয়োগ পেয়েছে তারা। এবার টাঙ্গাইলে ২৭ হাজার ৭১ জন আবেদন করেছিল। এরপর ৫০ জনকে চূড়ান্ত করা হয়েছে। নিয়োগ বোর্ডে ছিলেন নরসিংদী জেলার শিবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান সরকার ও মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য