Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল 

টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার ১টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুর রহমান নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি। 

ওসি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। আহতদের মধ্য থেকে আরো দুইজন হাসপাতালে মারা যায়। 

ওসি আরও জানান,টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক।  দুর্ঘটনা কবলিত যানবাহন পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং অপর তিনজনের লাশ ভুয়াপুরে বঙ্গবন্ধুসেতু পুর্ব থানায় রয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য