Tuesday, August 5, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাইলে স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে আগুন

টাঙ্গাইলে স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে আগুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল:

টাঙ্গাইলে ঘারিন্দা রেল স্টেশনে দাড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। আগুন লাগার কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগর এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।  

স্টেশন সূত্রে জানা গেছে, ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির যে বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতায় বাইরে ছিল।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পুন্ন পুড়ে গেছে। এছাড়া আরো একটি বগি আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে আগুন লাগেনি।

বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী জানান  টানা ২০ মিনিট ধরে টাংগাইল স্টেশনের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় ট্রেনের বগি ক ৭০১৬ এবং খ ৭০১৭ দুটিতে আগুন জলছি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য