Sunday, August 10, 2025
Homeঅপরাধটাঙ্গাইলে সরকারি হাসপাতাল থেকে ৫ দালাল আটক

টাঙ্গাইলে সরকারি হাসপাতাল থেকে ৫ দালাল আটক

টাঙ্গাইল প্রতি‌নি‌ধিঃ
টাঙ্গাইলে সরকারি হাসপাতাল চত্বরে দালালি করতে গিয়ে ৫ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অভিযানে অংশ নেন।

আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লা গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২৫), টাঙ্গাইল সদর উপজেলার নন্দপাশা গ্রামের আজিজুল হকের ছেলে মাসুদ (২২), টাঙ্গাইল সদর উপজেলার সারটিয়া গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে আনিস মিয়া (২৬), টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের সোনাউল্লাহর ছেলে খোকন (২৬)।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, এই দালালরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা দরিদ্র ও অসহায় রোগীদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেত। এরপর রোগীদের নানা পরীক্ষা-নিরীক্ষার কথা বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।

আটকের পর অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য