Sunday, August 10, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনসার কমান্ডার নিহত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় এক আনসার কমান্ডারের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কেরর উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ মিয়া (৪৭) দেলদুয়ার সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের মরহুম হাবিবুল্লাহর ছেলে। সে কুমিল্লার মনোহরগন্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, ঈদের ছুটিতে গত ২৮ মার্চ বাড়িতে এসেছিলেন তিনি। ছুটি শেষে শুক্রবার কর্মস্থলে ফেরার কথা ছিল শফিউল্লাহর। শুক্রবার ভোরে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এসময় টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি ট্রাক সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে শফিউল্লাহর মাথায় পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন জানান, টাঙ্গাইল-দেলদুয়ার আঞ্চলিক সড়কের উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেওয়ার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় নিহত শফিউল্লাহ ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য