Tuesday, January 13, 2026
Homeআইন-আদালতটাঙ্গাইলে মামলায় অর্থ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে মামলায় অর্থ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, সাধারণ ব্যবসায়ী ও অসহায় বয়স্ক ব্যক্তিদের নামে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে অর্থবাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার(২৯ ডিসেম্বর)  টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও ভুক্তভোগী পরিবারের ব্যনারে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শামিমা নাজনিন সিথী, করটিয়া এইচএম ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক চন্দন কুমার, ফাজিলহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাজাহান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইলের অ্যাডভোকেট সম্রাট পাহেলীর নেতৃত্বে বাদি জয়নাল আবেদীনের করা হয়রানি মূলক মামলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা, ব্যবসায়ী ও অসুস্থ বৃদ্ধ সবাই নাজেহাল অবস্থায় আছেন। বিএনপির কতিপয় নেতাকর্মী তাদের বাসায় চাঁদা চাইতে গেলে তারা বাধা দেন। পরে তারা বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের কাছে গিয়ে অভিযোগ করেন। বিএনপির নেতাকর্মীরা এই অপকর্মর সাথে জড়িত নয় বলে তারা সাফ জানিয়ে দেন। যারা এসব করছে তারা বিএনপির রাজনীতির করেনা। তারা বিএনপির বদনাম করার জন্য এসব করছে। যদি কেউ বিএনপির নামে চাঁদা চাইতে যায় প্রশাসনকে খবর দিয়ে ধরিয়ে দিবেন। অথচ মামলায় নিরীহদের আসামি করার বিষয়ে তারা কিছু বলেন না।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য