Thursday, November 21, 2024
Homeঅপরাধটাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মাদক মামলায় স্বামী-স্ত্রীকে কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো: নাজিমুদৌলা এই রায় দেন।

দন্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. উজ্জল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)। উজ্জল হোসেনকে সাত বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং সেলিনা আক্তারকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের আরও ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁশুলি (পিপি) এস আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালের ২৮ জানুয়ারি গোপন সূত্রে খবর পেয়ে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উজ্জল ও  তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে। এসময় উজ্জলের দেহ তল্লাশি করে  ২’শ পিস এবং সেলিনার কাছ থেকে ১’শ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরদিন টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ৭ মার্চ উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন।
গ্রেপ্তার হওয়ার পর থেকে উজ্জল হোসেন কারাগারে রয়েছেন। তার স্ত্রী সেলিনা মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য