Tuesday, August 12, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক পড়লো পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে বেইলি ব্রিজ ভেঙ্গে ট্রাক পড়লো পানিতে, যোগাযোগ বিচ্ছিন্ন

শফিকুজ্জামান খান মোস্তফা,টাঙ্গাইল

টাঙ্গাইলের দেলদুয়ারে বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ে বালুবাহী ট্রাক উল্টে প‌ড়ে‌ছে পা‌নি‌তে। এসময় ট্রাকটি পানির নিচে তলিয়ে যায়। এতে ট্রাক চালকসহ চারজন আহত হ‌য়ে‌ছে।আজ শনিবার (৯ সে‌প্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। 

এদি‌কে ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়া পারাপারা হচ্ছে সাধারণ মানুষ। জানা গে‌ছে, এইবার দি‌য়ে ব্রিজটি চারবার ভেঙ্গে পড়ে। এরআগে কাঠের সেতু থাকা অবস্থায় আরো দুইবার ভে‌ঙে প‌ড়ে‌ছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দু।দুই বার। এরআগে ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙ্গে পড়েছিল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মানের দাবী জানান এলাকাবাসী। 

স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণপ্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এতে ব্রিজের দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়। এসময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। সেহরাতৈল গ্রামের আরশেদ আলী জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ। দুইপাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গতরাতে বালু বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নাছির উদ্দিন মৃধা বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হ‌য়ে‌ছে। চারজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভিগের নির্বাহী প্রোকৌশলী আলিউল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ‌নিবারই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য  ব্রিজটি খুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য