টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তিনি উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকার মজিবর রহমানের স্ত্রী।
সোমবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক পানির পাম্পের তার লিক হয়ে গোসলখানার টিনের বেড়া ও একটি ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে প্রতিবেশী পারুল আক্তার আহত হন। তাকে দেখতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘরে স্পর্শ করেন আমেনা বেগম। সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন।
পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।