Saturday, August 2, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

টাঙ্গাইলে বিএনপির মশাল মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
বিএনপির ডাকা অবরোধের ৪র্থ দফার ১ম দিনে টাঙ্গাইলে জেলা বিএনপির নেতৃত্বে টাঙ্গাইলের পৃথক ২টি স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার রাত ৯ টার দিকে  টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়ক ও ময়মনসিংহ রোডে এ মশাল মিছিল করে বিএনপি সহ অন্য অঙ্গ সংগঠন। 

টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান  বলেন,টাঙ্গাইল জেলা বিএনপির নির্দেশে সদর থানা বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ  মশাল মিছিল হয়েছে। শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় থেকে উৎখাত করার জন্য সকল প্রকার আন্দোলনে মাঠে থাকবে টাঙ্গাইল জেলা বিএনপি। 

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন বলেন,টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে  ও টাঙ্গাইল ময়মনসিংহ  মশাল মিছিল করেছে জেলা বিএনপির নেতাকর্মী ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধ সফল করার জন্য এই মশাল মিছিল করেছি আমরা।
  
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া বলেন, এরকম ঘটনার কোন সংবাদ এখনো পাইনি। তবে আইন বহির্ভূত এধরনের কোন ঘটনা থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য