Tuesday, January 13, 2026
Homeসম্পাদকীয়টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী স্ত্রীসহ চারজন নিহত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় স্বামী স্ত্রীসহ চারজন নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাংগাইর বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মাঈনুদ্দিন (৫০), তার স্ত্রী তাহেরা বেগম (৩০) ও একই গ্রামের দরদ আলীর ছেলে ফরহাদ (৪৫)। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর থানার উপপরিদর্শক মুরাদ জানান, মধুপুর হতে ঢাকাগামী বিনিময় পরিবহনের সাথে মধুপুরগামী অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এছাড়া এক শিশু গুরুত্বর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য