Wednesday, August 6, 2025
Homeঅপরাধটাঙ্গাইলে ফ্যাসিস্ট সরকারের দোসর চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিচার দাবিতে সমাবেশ

টাঙ্গাইলে ফ্যাসিস্ট সরকারের দোসর চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিচার দাবিতে সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি  
টাঙ্গাইলে জুলাই গনবিপ্লবের বিরোধীতাকারী, গনহত্যায় সহায়তাকারী, মদদদাতা ও বিগত ১৫ বছরের আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বিচার দাবিতে সমাবেশ ও পদযাত্রা করেছে ডাক্তারদের সংগঠন ড্যাব। মঙ্গলবার বেলা ১১ টার দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ চত্বরে এ দাবিতে সমাবেশ করেন চিকিৎসকরা।

পরে চিকিৎসকরা টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ চত্তর থেকে বের হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে গিয়ে পদযাত্রা সমাপ্ত করে।

সমাবেশে ডাক্তার এসোসিয়েশন অব বাংলাদেশ -ড্যাব এর টাঙ্গাইল শাখার আহবায়ক ডা. আব্দুল মতিন বলেন, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিহ্নিত ডাক্তার, নার্স ও কর্মকর্তা- কর্মচারীরা বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের গত ১৫ প্রভাব বিস্তারের মাধ্যমে নানা সুবিধা ভোগ করেন। যাদের একটি তালিকা ঃতৈরি করে মেডিকেল কলেজ চত্বর ও হাসপাতাল চত্বরে টাঙ্গিয়ে দেয়া হয়েছে।
চিকিৎসকদের অভিযোগ, এসকল চিকিৎসক, নার্স, কর্মচারী জুলাই গনবিপ্লবে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নেয়। তাদের সকলে গনহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন। সে কারনে তাদের বদলীসহ যথাযথ শাস্তির দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য