Tuesday, October 14, 2025
Homeঅপরাধটাঙ্গাইলে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

টাঙ্গাইলে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলে সড়ক বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। বুধবার (২ ফেব্রয়ারী) সকাল হতে দুপুর পযর্ন্ত সদর উপজেলার নগরজালফৈ, পুরাতন বাসস্ট্যান্ড এবং রাবনা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শতাধিত স্থাপন উচ্ছেদ করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।
এসময় তিনি বলেন সড়ক বিভাগের চাহিদার পরিপ্রেক্ষেতি এ অভিযান পরিচালনা করা হয়। সড়ক বিভাগের অধিগ্রহণকৃত নগরজালফৈ থেকে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে রাবনা বাইপাস পর্যন্ত জায়গায় প্রায় ৪শ’ থেকে ৫শ’ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে বলে আমরা জানতে পেরেছি। প্রযায়ক্রমে সকল স্থাপনাই উচ্ছেদ করা হবে।

টাঙ্গাইল সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার বলেন, সড়ক বিভাগের অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা করে ব্যাবসা পরিচালনা করে আসছিলো। এতে শহরে যানজট লেখেই থাকতো। যার ফলে ভোগান্তিতে পড়তে হতো সাধারণ মানুষের। পরে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশে আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটেরে উপস্থিতিতে পুলিশ, আনসার সদস্য ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য