Tuesday, October 14, 2025
Homeইসলামটাঙ্গাইলে পীর শাহ নাসির উদ্দিন বোগদাদীর ওফাত বার্ষিকী পালিত

টাঙ্গাইলে পীর শাহ নাসির উদ্দিন বোগদাদীর ওফাত বার্ষিকী পালিত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ   

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আধ্যাত্মিক পীর শাহ নাসির উদ্দিন আহমেদ বোগদাদী এর ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ টায় টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ভাঙ্গবাড়ি রামনগরে এ আলোচনা সভা ও ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাপ ভাসানী ও খোদাই খেদমতগারের সভাপতি মোঃ হাসরত খান ভাসানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব। অনুষ্ঠানের উদ্বোধন করেন ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূর আলম তুহিন। এছাড়া বক্তব্য রাখেন ভাসানী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আজাদ খান ভাসানী, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু ও সাধারণ সম্পাদক ড. ইকবাল বাহার বিদ্যুৎ, ১০ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ আলম দুলাল এবং মাভাবিপ্রবি ভাসানী পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক শাহীন খান।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ঢাকার নিরিখ ব্যান্ডের গায়ক, গবেষক আলোচক অরুপ রাহী ও টাঙ্গাইলের বাউল আবু তালেব সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য