Friday, November 28, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাইলে পানিতে ডুবে সেনাবাহিনীতে সদ্য মনোনীত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে পানিতে ডুবে সেনাবাহিনীতে সদ্য মনোনীত যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ
স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করার। কিন্তু প্রশিক্ষণ শুরুর আগেই থেমে গেল জীবন। টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শেখার সময় পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় কালিহাতী বীরবাসিন্দা ইউনিয়নের পাঁচ জোয়াইর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং এলেঙ্গা সরকারি সামছুল হক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারসহ তিনি কালিহাতী পৌরসভার সাতুটিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান, সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাদে সকালে মায়ের সাথে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার শিখতে যান হৃদয়। গাড়ির টিউব ব্যবহার করে সাঁতার শেখার এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এদিকে হৃদয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতের চাচাতো ভাই খলিল মিয়া জানান, আছরের নামাজের পর পাঁচ জোয়াইর সামাজিক কবরস্থানে হৃদয়ের দাফন সম্পন্ন হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য