Saturday, August 2, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে দুদকের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইলে দুদকের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর ২০২৩) টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত এর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করেন।

বাংলাদেশ থেকে দুর্নীতি দমন ও প্রতিরোধ করবার লক্ষ্যে শপথ গ্রহণ করেন টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেব, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সহ-সভাপতি হোসনে আরা আহম্মেদ (বেবী), মোঃ মাসুদ রানা,বীর মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুর রশিদ, আব্দুল বাসেত, এস.এম. জগলুল হায়দার (সোহেল),  রওশন আরা লিলি, কাজী বাহালুল হক (নিপু), মোঃ মনিরুজ্জামান মনির, নাসেরী আজাদ সম্পা ও সাংবাদিক মৃণাল কান্তি রায় এবং টাঙ্গাইল জেলা কার্যালয়ের কর্মকর্তা এবং কর্মচারীগণ। এ সময় শপথ বাক্য পাঠ করান উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন। পরে এক আলোচনা সভায় সহকারী পরিচালক মো. নুর আলম এর উপস্থিতিতে দুর্নীতি দমন কমিশনের ভূমিকা, কার্যক্রম ও উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালকমোঃ বিপ্লব সেন, উপসহকারী পরিচালক মো : জাহেদ আলম, মো : মামুনুর রশিদ,মো : রবিউল ইসলাম, কোর্ট পরিদর্শক মো : জাহিদুল ইসলাম প্রমূখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য