Wednesday, August 27, 2025
Homeঅপরাধটাঙ্গাইলে দুদকের গনশুনানিতে ৩৮টি অভিযোগের তাৎক্ষনিক ব্যবস্থা

টাঙ্গাইলে দুদকের গনশুনানিতে ৩৮টি অভিযোগের তাৎক্ষনিক ব্যবস্থা

টাঙ্গাইল প্রতিনিধিঃ
সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ- এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে দুদকের গন শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গনশুনানি আয়োজন করে জেলা দুর্নীতি দমন কমিশন।

টাঙ্গাইলের বিভিন্ন সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত দপ্তর, আর্থিক প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের নানা অভিযোগ সরাসরি শোনা হয়। একই সাথে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিভিন্ন অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহনের সিদ্ধানের পাশাপাশি অনেক অভিযোগের নিস্পতি হয় গনশুনানীতে। এতে মোট ৬৯ টি অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়। এরমধ্যে ৬ টি অভিযোগ প্রকাশ্যে অনুসন্ধানের জন্যে গ্রহন করা হয়। এছাড়া ৩৮টি অভিযোগের তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা হয়। গনশুনানিতে ২৫ জন অভিযোগকারী অনুপস্থিত ছিলেন।  

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে ও সঞ্চালনায় গনশুনানিতে অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল কবীর ও টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

সুচনা বক্তব্যে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে। দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের সাথে সরাসরি কথা বলার জন্যই গনশুনানীর এ আয়োজন। দুর্নীতি করে কেউ রেহাই পাবেনা বলেও মন্তব্য করেন তিনি।
গনশুনানিতে বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও ব্যবসাীয় মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য