Thursday, August 7, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্যসহ দুই জন নিহত

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্যসহ দুই জন নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল: 

টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। বুধবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এবং সদর উপজেলার কহেলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়া সেনানিবাসের সৈনিক ফখরুল ইসলাম (২৫) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের লাশ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন। অপরদিকে ট্রেনে কাটা পড়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কহেলা গ্রামে ট্রেনে কাটা আবুল কালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ খবর পেয়ে নিহতের লাশ রেলওয়ে পুলিশ উদ্ধার করে৷ এবিষয়ে ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং লাশদুটো উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য