Tuesday, October 14, 2025
Homeঅপরাধটাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর

টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাংচুর

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অফিস ভাংচুর করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল শহরের থানার পাশে ছয়আনী বাজারে রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়।

জানা গেছে, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মীদের উপর জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী কর্তক হামলার প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি নিরালা মোড় পার হয়ে টাঙ্গাইল সদর থানার পাশে ছয়আনী বাজারে রোডে অবস্থিত জেলা জাতীয় পার্টির অফিসে যায় এসময় নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিস ভাংচুর করেন। তালাবদ্ধ অফিসের সার্টার ভেঙ্গে একপর্যায়ে অফিসের ভেতরে প্রবেশ করে চেয়ারসহ অন্যান্য আববাসপত্র ভাংচুর করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান সাংবাদিকদের বলেন, আমরা তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। বর্তমানে জেলা জাতীয় পার্টির অফিসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য