Tuesday, October 14, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা, প্রতিবাদে মিছিল

টাঙ্গাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলা, প্রতিবাদে মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের উপর হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে মঙ্গলবার ইলিয়াস হাসানের নেতৃত্বে জেলা ছাত্রলীগের একাংশ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজীল, সখীপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আলম মামুন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হৃদয়, সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান, এলেঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন, সাধারণ সম্পাদক মো. মিজান, ঘাটাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি তপু চন্দ্র ঘোষ, টাঙ্গাইল টেক্সাইল ইন্সটিউটের সভাপতি আকাশ আহমেদ সূর্য, সাধারণ সম্পাদক মীর আজিজ, টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক মুক্তার দুর্জয়, ভূঞাপুর ইব্রাহিম খা সরকারি কলেজের সভাপতি হায়দার আলী, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চকদার প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান বলেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি ভাই কারাগারে যাওয়ার আগে আমাকে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। সোমবার সন্ধ্যায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গেলে বড় মনি ভাইয়ের চার অনুসারীরা আমার উপর হামলা করে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে আমি আইনের আশ্রয় নেবো।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি বলেন, আমি পাঁচ মাসের উপরে কারাগারে ছিলাম। আমি ইলিয়াসকে কখনও হুমকি দেয়নি। সোমবার আমি ভূঞাপুরে ছিলাম। ইলিয়াসের উপর কে বা কারা হামলা করছে আমি জানি না। আমাকে যারা মিথ্যা মামলা দিয়ে কারাভোগ করিয়েছে, তারাই আবার আমার বিরুদ্ধে নতুনে ষড়যন্ত্র শুরু করেছে। ইলিয়াস আমার নামে মিথ্যা অভিযোগ দিলে আমি তার তীব্র নিন্দা জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য