Tuesday, July 15, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধিঃ

গুপ্ত  সংগঠন কর্তৃক ষড়যন্ত্রের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ পরিবেশ বিনষ্ট করা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। 

সোমবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে  জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রদলের নেতা কর্মীরা। 

জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব মো: আব্দুল বাতেনসহ অন্যন্যরা। 

ছাত্রদলের নেতারা বলেন,  চিহ্নিত একটি চক্র দেশকে স্থিতিশীল করতে এবং জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য ষড়যন্ত্র করছে।এরই অংশ হিসেবে  দেশের বিভিন্ন স্থানে ষড়যন্ত্র মূলক মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য