Saturday, August 2, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাইলের মির্জাপুরে শিশুসহ পানিতে ডুবে তিন বর যাত্রীর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে শিশুসহ পানিতে ডুবে তিন বর যাত্রীর মৃত্যু

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাডুবে বরের বড় ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- উপজেলার বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী রিপন চৌধুরী (৪০), তাঁর চাচাত ভাই ইতালি প্রবাসী কহিনুর মিয়ার মেয়ে স্নেহা আক্তার (৮) এবং উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে আসিফ মিয়া (২০)। নিহত রিপন চৌধুরী বর টুটুল চৌধুরীর বড় ভাই।
তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা ও স্থানীয়রা জানান, বৃৃহস্পতিবার (২৭ জুলাই) মুন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলী চৌধুরীর ছেলে টুটুল চৌধুরীর সঙ্গে তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ের দিন ধার্য ছিলো। দুপুরের পর টুটুলের সঙ্গে বরযাত্রী হন মৃতরা। দুপুরে খাবারের পর তরফপুর গ্রামের মজনু মিয়ার বাড়ি থেকে কয়েকজন বরযাত্রী কানু মিয়ার নৌকাযোগে স্থানীয় বুইড়া বিল পাড়ি দেন। দ্বিতীয়বার শিশু ও নারীসহ ৭/৮ জন মির্জাপুর-তরফপুর সড়কে রাখা মাইক্রোবাসের উদ্দেশ্যে ওই নৌকায় বিল পাড়ি দেয়ার জন্য উঠেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে একটি বিশাল আকৃতির সাপ দেখে ভয় পেয়ে চিৎকার করে নৌকায় নাড়াচাড়া করতে থাকেন। অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা হেলে-দুলে পানিতে ডুবে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যান। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর কনেকে রেখে বরসহ তাঁর সঙ্গীরা ফিরে আসেন। এ ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
ওই গ্রামের ওয়াজ উদ্দিন জানান, নৌকার যাত্রীরা বড় আকারের একটি সাপ দেখে ভয় পান। সাপটি নৌকার দিকে এগিয়ে আসতে দেখে তারা নৌকার এক পাশে গেলে তা পানিতে উল্টে যায়। এতেই নৌকা ডুবির এ দুর্ঘটনাটি ঘটে।
বর টুটুল চৌধুরী জানান, নিহত সকলকে বাড়িতে নেয়া হয়েছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।
মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিতে কোন নিখোঁজের সংবাদ না থাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য