Monday, July 7, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ২ জন আহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় জানা গেছে—তিনি হলেন ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা ফুলকুমারী (৩৫), যিনি সুয্যর স্ত্রী। আহতদের মধ্যে আছেন বাসন্তী (৫০), একই জেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘বিনিময় পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য