Sunday, August 10, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত

টাঙ্গাইল প্রতি‌নি‌ধিঃ

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার নল্লার বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জামালপুরের মেলান্দহ উপজেলার ৫ নম্বর চর এলাকার মোহাম্মদ জিন্নাত আলীর ছেলে আল-আমিন (৩০), চর পালিশা গ্রামের মোহাম্মদ আমিনুল হকের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং জামালপুর সদর উপজেলার হাসিল মনিকা বাড়ির নুর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল (৩২)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, নিহত তিনজন মোটরসাইকেলে করে ধনবাড়ী সদরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনই প্রাণ হারান।

এ ঘটনায় ধনবাড়ী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য