Friday, November 28, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের একদিন পর আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ ওই গ্রামের হাবিবুর রহমান হবুর একমাত্র ছেলে।

পারিবারিক সূত্র জানায়, হাবিবুর রহমান জীবিকার তাগিদে স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। তাঁদের ছেলে আব্দুল্লাহ নানা আজাদের কাছে গ্রামের বাড়িতে থাকত। মঙ্গলবার সকালে নানী শামুক সংগ্রহ করতে ডোবায় গেলে নাতি একাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

দিনভর খোঁজাখুঁজির পর স্বজনরা কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবিসহ হারানোর বিজ্ঞপ্তি প্রচার করেন। পরদিন সকালে বাড়ির পাশের ডোবায় শিশুর লাশ ভেসে ওঠে। স্বজনরা লাশ উদ্ধার করে সনাক্ত করেন। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মামুন ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য