Wednesday, January 14, 2026
Homeঅপরাধটাঙ্গাইলের গোপালপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১

টাঙ্গাইলের গোপালপুরে ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক ১

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের গোপালপুরে দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাদে ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
গোপালপুর থানার (ওসি) মোশারফ হোসেন জানান, অভিযুক্ত রাকিব ওই ছাত্রীর সাথে প্রথমে প্রেমের সম্পর্ক করে। পরে বিয়ের প্রলোভনে গত পাঁচ মাস আগে বিদ্যালয়ের ছাদে নিয়ে একাধিকবার ধর্ষণ করে ওই মেয়েকে। পরে এ ঘটনায় মেয়ের পিতা বাদি হয়ে মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে গোপালপুর থানায় ধর্ষন মামলা করে। পরে পুলিশ মামলার একমাত্র আসামী রাকিব হাসানকে আটক করে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। রাকিব গোপালপুর পৌর শহরের হাটবৈরান মধ্যপাড়ার জয়নাল আবেদীনের ছেলে ও পৌর এলাকার খন্দকার আসাদুজ্জামান একাডেমির দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় বুধবার (১২ জানুয়ারি) ওই মেয়ের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য